কক্সবাজারে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের চকরিয়ায় তেলবাহী লরির ধাক্কায় হাবিব হোছাইন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া।
নিহত হাবিব হোছাইন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ টিক্কাদিয়া পাড়ার মো. জসিম উদ্দিনের ছেলে। তবে আহত মোটরসাইকেল আরোহী অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মাহবুবুল হক বলেন, বিকেলে চকরিয়া পৌরসভার মৌলভীকুম এলাকায় কক্সবাজারগামী তেলবাহী একটি লরি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই তেলবাহী গাড়ীটির চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
তারেকুর/ফয়সাল