নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোর সদরে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে দিপু মণ্ডল নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চাপায় অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক দিপু মণ্ডল যশোর কতোয়ালী থানার বড় হয়বিয়তপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে বগুড়াগামী গমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক শহরগামী একটি অটোরিকশাকেও চাপা দেয়। এতে ৪ জন আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে পাথরবোঝাই ট্রাকের চালক দিপু মণ্ডল মারা যান।
আরিফুল/টিপু