ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রাম চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৫১, ২৩ এপ্রিল ২০২৪
চট্টগ্রাম চিড়িয়াখানায় গরমে পশুর হাঁসফাঁস অবস্থা

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রাম চিড়িয়াখানার পশুও। গরমে হাঁসফাঁস করছে খাঁচায় বন্দি বাঘ। খাঁচার ভিতর পানির টিবিতে শরীর ডুবিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করছে। গরমে পশুপাখির অস্থির অবস্থার কথা জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, তীব্র গরম পড়ছে। তাপপ্রবাহে অস্থির অবস্থা চিড়িয়াখানার জীবজন্তুরও। এই অবস্থায় পশুপাখির স্বস্তির জন্য অতিরিক্ত বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। খাঁচায় অতিরিক্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। প্রাণীর যেন হিটস্ট্রোক না হয়, সেই ব্যাপারে সার্বক্ষণিক খেয়াল রাখা হচ্ছে। পানিতে স্যালাইন, ইলেকট্রোরোল ও ভিটামিন সি উপাদান মিশিয়ে পশুপাখির গোসল ও পানের ব্যবস্থা রাখা হয়েছে। 

চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, প্রতিটি পশুপাখির খাঁচায় অতিরিক্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। বাঘের খাঁচায় দেখা যায়, পানির টিবিতে একের পর এক গা ডুবিয়ে রাখছে বাঘ। একাধিক বাঘ থাকায় পানিতে নামতে প্রতিযোগিতা করতেও দেখা গেছে। 

আরো পড়ুন:

বাননের খাঁচায় দেখা গেছে, গাছের ছায়া খুঁজে আশ্রয়ে নিয়েছে। কিছুক্ষণ পর পর গা ডুবিয়ে আসছে পানির টিবিতে। এমনচিত্র প্রতিটি প্রাণির খাঁচায় লক্ষ্য করা গেছে।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়