ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৩ এপ্রিল ২০২৪  
টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ 

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। 

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের দল মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে টেকনাফের নতুন রাস্তার উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকে লুকিয়ে রাখা ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ইজিবাইকটি জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, ইয়াবা, ইজিবাইক ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরো পড়ুন:

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়