ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

ব্যবসায়ীর মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৪ এপ্রিল ২০২৪  
ব্যবসায়ীর মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বুধবার (২৪ মার্চ) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলামের মৃত্যুতে ব্যবসায়ীয়া এ সিদ্ধান্ত নিয়েছেন।

শফিকুল ইসলাম আখাউড়া মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার পিজি হাসপাতালে তিনি মারা যান। দাফনের জন্য লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের  সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পঁচনশীল হওয়ায় বুধবার শুধুমাত্র মাছ রপ্তানি হয়। বাকি সব পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে, এই বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়