ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের অনেকে প্রার্থী হয়েছেন’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১৮:৪৮, ২৪ এপ্রিল ২০২৪
‘উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের অনেকে প্রার্থী হয়েছেন’

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের অনেকে প্রার্থী হয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এ নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিলেও তাদের অনেকে প্রার্থী হয়েছেন, মাঠে আছেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন এক ধরনের বিষয়, স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয় থাকে। সেই নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। কিন্তু স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হন ভোটাররা তাদের চেনেন, আবার প্রার্থীরাও ভোটারদের চেনেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

কাওছার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়