ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ফেনীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৪ এপ্রিল ২০২৪  
ফেনীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ফেনীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিনহাজ (১০)। সে মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া চৌধুরী বাড়ি বাসিন্দা আবদুল মতিন চৌধুরীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে অসাবধানতাবশত তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে যায় মিনহাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহাব/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়