কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।
জানা যায়, নিষেধাজ্ঞা চলাকালীন সময় বন্ধ থাকবে স্থানীয় বরফ কল। এ সময় হ্রদে মাছ আহরণের ওপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা করা হবে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়েন করা হবে।
বিজয়/কেআই