ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপজেলা পরিষদ নির্বাচন: শাল্লা বিএনপির সভাপতি বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৬ এপ্রিল ২০২৪  
উপজেলা পরিষদ নির্বাচন: শাল্লা বিএনপির সভাপতি বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। 

উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে এবং দলের পক্ষে থাকতে হবে।

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়