ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:৪৪, ২৭ এপ্রিল ২০২৪
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, নালিতাবাড়িগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। গুরুতর আহতাবস্থায় চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

আরো পড়ুন:

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়