ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৩৯, ২৭ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যু 

মুন্সীগঞ্জে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামের এক যুবক হিটস্ট্রোকে মারা গেছেন।  শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ শহরের অদূরে মুন্সীরহাট এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে মারা যান তিনি। 

মারা যাওয়া সাখাওয়াত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা। তিনি প্রাণ আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন।

প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, আজ দুপুরে মুন্সীরহাট এলাকায় মাঠ পর্যায়ে কাজ করছিলেন সাখাওয়াত। তীব্র গরমের তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস হাসান বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকের সিমটম রয়েছে। 

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়