ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৩৩, ২৮ এপ্রিল ২০২৪
১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

মামলা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপারের মাধ্যমে আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

রোববার (২৮ এপ্রিল) সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । নির্বাচনে ৪৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লক্ষ ২২ হাজার ৯২৮ জন ভোটার। 

লিটন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়