ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

তীব্র গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ হলেন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৮ এপ্রিল ২০২৪  
তীব্র গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ হলেন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

অসুস্থ সুমির মাথায় পানি ঢালছেন তার সহপাঠীরা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যালয়ে পাঠদানের সময় তীব্র গরমে সুমি আক্তার (১৪) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের  বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটনাট ঘটে। ওই শিক্ষার্থীকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ সুমি আক্তার একই ইউনিয়নের আটিগাও গ্রামের সুমন মুন্সীর মেয়ে।

বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান জানান, তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ।

আরো পড়ুন:

টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রণয় মান্না দাস বলেন, তীব্র গরমের কারণে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে আসেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছে‌ন।

রতন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়