ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

খুলনায় দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৮ এপ্রিল ২০২৪  
খুলনায় দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

খুলনায় ১ লাখ ৬৬ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। শনিবার (২৭ এপ্রিল) রাতে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের নওয়াপাড়া পৌরসভার দুর্গাপুরের মো. কাশেম বিশ্বাসের ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও একই পৌরসভার তরফদার পাড়ার মো. আসাদুল বিশ্বাসের ছেলে মো. আকাশ বিশ্বাস (২২) । 

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।  র‌্যাব-৬ এর একটি দল অভিযোগ পেয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরো পড়ুন:

নূরুজ্জামান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়