ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে নারী গ্রেপ্তার, কারাদণ্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ এপ্রিল ২০২৪  
পটুয়াখালীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে নারী গ্রেপ্তার, কারাদণ্ড

জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম

পটুয়াখালী সদর উপজেলাধীন ভুড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে শাহানাজ বেগম (২৫) নামে এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ভুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ১৬৪নং পশ্চিম ভায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি শাহানাজ বেগম ভায়লা এলাকার নুরুল ইসলাম ফরাজির মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয় বারের মতো ভোট দিতে আসলে এজেন্টদের তাকে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে তিনি জাল ভোট দেয়ার কথা স্বীকার করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন আইন অনুযায়ী তার তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরো পড়ুন:

শাহানাজ বেগম একজন ইউপি সদস্য প্রার্থীর পক্ষে দ্বিতীয় বার ভোট দিতে এসে ধরা পড়েছেন বলে তিনি স্বীকার করেছেন।

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়