ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

বাবার মৃত্যুর পর উপ নির্বাচনে মেয়র হলেন ছেলে নোভা

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৮ এপ্রিল ২০২৪  
বাবার মৃত্যুর পর উপ নির্বাচনে মেয়র হলেন ছেলে নোভা

নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা।

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন প্রয়াত মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন নোভা।

নারিকেল গাছ প্রতীকে তিনি ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ বিকেলে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী (রেল ইঞ্জিন) পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট।

আরো পড়ুন:

এ ছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর ছাদের হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট।

সকাল আটটা থেকে ১৮টি কেন্দ্রে ইভিএম-এ শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা চারটা পর্যন্ত। মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ৭১৬ জন ভোটার ভোট দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৬৬ দশমিক ৪৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলু আকস্মিকভাবে মারা গেলে মেয়র পদটি শূন্য হয়ে যায়।

সিথুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়