ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ভেসে আসা টর্পেডো উদ্ধার কাজ করছে নৌবাহিনী-কোস্টগার্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:৩০, ২৮ এপ্রিল ২০২৪
ভেসে আসা টর্পেডো উদ্ধার কাজ করছে নৌবাহিনী-কোস্টগার্ড

টর্পেডো উদ্ধারে কাজ করছেন নৌবাহিনীর সদস্যরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্র থেকে খালে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শের-ই-বাংলা নৌঘাটির সদস্য ও আন্ধারমানিক কোস্টগার্ডের সদস্যরা এটি উদ্ধারে কাজ শুরু করেন। সোমবার (২৯ এপ্রিল) সকালে টর্পেডোটি সরানো হবে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু

এর আগে, আজ রোববার দুপুরে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। 

আরো পড়ুন:

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করে। বর্তমানে টর্পেডোটি পুলিশ পাহারায় রয়েছে। সন্ধ্যায় নৌ-বাহিনী ও কোষ্টগার্ডের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আগামীকাল (সোমবার) সকালে এটি খাল থেকে অপসারণ করা হবে। 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়