ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গোপালগঞ্জে হিটস্ট্রোকে স্কুল শিক্ষিকার মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৮ এপ্রিল ২০২৪  
গোপালগঞ্জে হিটস্ট্রোকে স্কুল শিক্ষিকার মৃত্যু

নিহত স্কুল শিক্ষিকা হাবিবা রিক্তা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিটস্ট্রোকে হাবিবা রিক্তা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়েছে।

নিহত স্কুল শিক্ষিকা হাবিবা রিক্তা টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। সে উপজেলার ৯নং উত্তর বর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
হাবিবা রিক্তার স্বামী জাহিদুল ইসলাম বলেন, গতকাল শনিবার (২৭ এপ্রিল) তিনি রোদের মধ্যে গরমে ধান সিদ্ধের কাজ করেছিলেন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে বাড়িতে হঠাৎ করে হাবিবা রিক্তা অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, আমরা পারিবারিক সূত্রে জেনেছি যে, গতকাল তিনি রোদের মধ্যে গরমে ধান সিদ্ধের কাজ করেছিলেন। এ কারণে তার হিটস্ট্রোক হতে পারে।

বাদল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়