ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ডোবায় মিললো নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৮ এপ্রিল ২০২৪  
ডোবায় মিললো নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

আঞ্জুরুল হক

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে আঞ্জুরুল হক (৪০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দুপুরে নান্দাইলের মুশুলী এলাকার কাওয়ারগাতি-জামতলা নামক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার হয়।

মারা যাওয়া আঞ্জুরুল হক উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, গত শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আঞ্জুরুল হক। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। গতকাল শনিবার সকালে নান্দাইল থানায় পরিবারের লোকজন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে আঞ্জারুলের ফোনটি উপজেলার মুশল্লী এলাকায় রয়েছে। সেই সূত্রে শনিবার রাতে ওই এলাকায় সন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। আজ রোববার সকালে স্থানীয়রা মুশুলী এলাকার কাওয়ারগাতি ও জামতলা নামক স্থানের সড়কের পাশে একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়