ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে বাসচাপায় স্টারশিপের বিক্রয় প্রতিনিধি নিহত

ঝালকাঠি  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৯ এপ্রিল ২০২৪  
ঝালকাঠিতে বাসচাপায় স্টারশিপের বিক্রয় প্রতিনিধি নিহত

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় রবিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। 

রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালি গ্রামের ক্লাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাদ্দাম উপজেলার পশ্চিম পুটিয়াখালি গ্রামের মো. ইউনুছ হাওলাদারের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার পরিদর্শক ফিরোজ আলম জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়