ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালক ও সহকারী নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৪১, ২৯ এপ্রিল ২০২৪
মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালক ও সহকারী নিহত

নিহতের স্বজনদের আহাজারি

মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় ট্রাক্টর উল্টে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর চালক এনামুল হোসেন (২৫) ও তার সহকারী আরিফ শিকদার (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে গ্যারেজ থেকে ট্রাক্টর নিয়ে বের হন এনামুল ও আরিফ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন:

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ট্রাক্টর উল্টে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেলাল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়