ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৮:৫১, ২৯ এপ্রিল ২০২৪
গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যালে দুদকের অভিযান

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন- দুদক গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও উপ-সহকারী পরিচালক প্রান্তিক সাহা।

দুদক গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক বায়েজীদুর রহমান খান বলেন, বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে হাসপাতলটিতে অভিযান চালানো হয়েছে। 

আরো পড়ুন:

অভিযান শেষে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বায়েজীদুর রহমান। তিনি বলেন, দুদকের জরুরি নম্বর ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ এবং তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হলেও কাজ শেষ না হওয়া, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।  

তিনি আরো বলেন, এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়