ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৯ এপ্রিল ২০২৪  
বিদেশি প্রকৌশলী নির্ভরতা কমাতে কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা।

বিদেশি প্রকৌশল নির্ভরতা কমাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কুয়েট শিক্ষার্থীদের দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে একের পর এক গড়ে উঠছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই বিদেশি প্রকৌশলী নির্ভর।
তাই দেশের প্রকৌশলীদের পাওয়ার প্ল্যান্ট ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

চীন ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব যৌথ এ প্রতিষ্ঠানের আয়োজনে রবি ও সোমবার দুই দিনব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে। এতে অংশ নেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ এবং যান্ত্রিক অনুষদের চতুর্থ বর্ষের ৫০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক।

আরো পড়ুন:

এসময় পাওয়ার প্ল্যান্টের বয়লার চেম্বার, কয়লার ব্যবহার এবং কয়লা খালাসের জেটিসহ কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখানো হয় প্রশিক্ষণার্থীদের। শেখানো হয় পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক বিষয়গুলো।

সরাসরি পাওয়ার প্ল্যান্ট চালানোর এমন প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আগামি দিনেও প্রশিক্ষণের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহানারা বলেন, এতদিন আমরা আসলে বইয়ে পড়েছি। আজ সরাসরি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকিছু ঘুরে দেখলাম। এখানে এসে নতুন করে অনেক কিছু শিখেছি। যা ভবিষ্যতে আমার কাজে দেবে।

বাংলাদেশ-চায়না কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব বলেন, যাতে করে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত বাস্তবিক জ্ঞান ও ধারণা লাভ করে এবং ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সম্বন্ধে তারা আরও আগ্রহী হয়ে উঠে; তাই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়াও দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নিজস্ব মানবসম্পদ বিনির্মাণে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

ইমরান/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়