ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্যাস সিলিন্ডার লিকেজে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৯ এপ্রিল ২০২৪  
গ্যাস সিলিন্ডার লিকেজে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

ফরিদপুরে নগরকান্দা উপজেলার নগরকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগে। নগরকান্দা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিস কক্ষে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন:

নগরকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ হওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুনে অফিস কক্ষে থাকা বোর্ড, চেয়ার, মূল্যবান কাগজপত্র, ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন, লাইট ও ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়