ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নদীতে মিললো নিখোঁজ সাবেক চেয়ারম্যান প্রার্থীর মরদেহ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:১৩, ৩০ এপ্রিল ২০২৪
নদীতে মিললো নিখোঁজ সাবেক চেয়ারম্যান প্রার্থীর মরদেহ 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের দু'দিন পর চেলা নদী থেকে মো. মাইন উদ্দিন আহমদ (৫৫) নামে একজন ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল ) সকাল সাড়ে ৯ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর রহিমের পাড়া-নাছিমপুর বাজার খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মাইন উদ্দিন আহমদ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী মাইন উদ্দিন আহমদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত রোববার  (২৮ এপ্রিল ) প্রতিদিনের ন্যায় সকালে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না আসায় মোবাইল ফোনে বার বার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন দুইদিনে সম্ভাব্য সকল জায়গা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ সকাল উপজেলার চেলা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে দোয়ারাবাজার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, চেলা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

মনোয়ার/টিপু                     


সর্বশেষ

পাঠকপ্রিয়