‘দেশে মুসলিম জনসংখ্যা বাড়ে, হিন্দু-আদিবাসী বাড়ে না’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক বলেছেন, ‘পৃথিবীর সব দেশেই জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বাড়ে, কিন্তু হিন্দুও বাড়ে না, কোনো আদিবাসী সম্প্রদায়ের জনসংখ্যাও বাড়ে না। কেন বাড়ে না, এটা হিসাব করার সময় এসেছে।’
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজশাহীতে ‘সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভুমিকা’ শীর্ষক কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিজামুল হক বলেন, ‘ইনডেজেনাস পিপল যারা আছে, পাহাড়ে আছে, এখানে (রাজশাহী) সাঁওতাল আছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেটে আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের সামাজিক অধিকার কাগজপত্রে আছে। কিন্তু বাস্তবে কতটুকু আছে সেটা আপনারাও ভালো জানেন, আমিও ভালো জানি।’
আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করার সমালোচনা করে মো. নিজামুল হক বলেন, ‘আমরা সারা জীবন হিল ট্র্যাক্সের লোকজনকে আদিবাসী বলেছি। সেই আদিবাসী শব্দটা বাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী করা হলো। হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী করেছেন ভালো কথা, কিন্তু আদিবাসী বাদ দিতে হবে- এটা কেন? আমরা জানি, এর পেছনে রাজনীতি আছে। কাজেই এটা গ্রহণ করতে পারিনি। সন্তোষ হোক আর অসন্তোষ্ট হোক, আমি এখনও আদিবাসীই বলি।’
‘কিছু ব্যাপার আছে যে মানুষকে মান-সম্মান দেওয়ার জন্য, সমাজে উঁচুস্তরে নেওয়ার জন্য, অন্ততঃপক্ষে সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য জিনিসটা করা হয়, সেটা তো অবশ্যই গ্রহণ করা হয় এবং সেটা আমরা গ্রহণ করছি।’- যোগ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিট উপদেষ্টা আবদুস সামাদ। বক্তব্য রাখেন ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার, জ্যেষ্ঠ কর্মকর্তা মনীষা বিশ্বাস, উপদেষ্টা আহমেদ ইব্রাহিম ও ব্লাস্টের রাজশাহী ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য আকবারুল হাসান মিল্লাত। ব্লাস্টের রাজশাহী ইউনিট পরিচালনা কমিটির সভাপতি অসিত কুমার সান্যাল এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক সামিনা বেগম।
কেয়া/বকুল