ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৪০ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য এবং অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ১০টি অবৈধ প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় র্যাব-১০ এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০’র সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। অবৈধ ১০টি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এসময় আরআর ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা, ফাস্ট টেপস অ্যান্ড কেমিক্যাল লিমিটেডকে ২ লাখ টাকা, প্রিমিয়াম এন্টারপ্রাইজ লিমিটেডকে ৩ লাখ টাকা, মেসার্স ইসলাম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা, শাওন কনজিউমার প্রোডাকশনকে ১ লাখ টাকা, মীম কেমিক্যাল কোম্পানিকে ৫০ হাজার টাকা, ইভানা ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, এমইপি এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ লাখ টাকা, রাইজিং স্টার ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১ লাখ টাকা ও এ্যানার্জি টের্যা ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা ধার্য করেন।
শিপন/ফয়সাল