ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দিনাজপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৩০ এপ্রিল ২০২৪  
দিনাজপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমে রহিমা বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে মারা যান তিনি। রহিমা হিটস্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 

তিনি বলেন, রাহিমার স্বামী আব্দুল হামিদ ভূমিহীন। এ কারণে তিনি পরিবার নিয়ে তার বড় ভাইয়ের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে মাটিকাটাসহ অন্যের জমিতে কাজ করতেন রহিমা। আজ দুপুরে রান্নার কাজের জন্য বাড়ির পাশে খড়কুটো জোগাড় করতে যান তিনি। এসময় অতিরিক্ত গরমে মাথা ঘুরে মাটিতে পড়ে যান রহিমা। পরিবারের লোকজন বাড়িতে আনার কিছুক্ষণ পর রহমি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে রহিমার মৃত্যু হয়েছে। 

আরো পড়ুন:

মোসলেম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়