ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৩০ এপ্রিল ২০২৪  
সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ

সুন্দরবনের মরাপশুর ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসতে দেখা গেছে। (ছবি- সংগৃহীত)

সুন্দরবনের মরাপশুর ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসতে দেখা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় বনজীবীরা বাঘের মরদেহটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। বন বিভাগ বাঘটির মরদেহ উদ্ধারে গিয়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সুন্দরবনের মরাপশুর খাল ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসছে। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে মৃত বাঘটি উদ্ধার করে করমজলে নিয়ে আসার জন্য সেখানে বন কর্মীরা পৌঁছেছেন। তবে কি কারণে বাঘটি মারা গেল তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাঘটি অনেকটা ফুলে উঠেছে, শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে বাঘটি মারা গেছে।

আরো পড়ুন:

শহিদুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়