ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রী হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৬

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৩০ এপ্রিল ২০২৪  
চাঁদপুরে লঞ্চঘাটে যাত্রী হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৬

লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি ও অসংলগ্ন অবস্থায় চিৎকার-চেঁচামেচি করায় লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের বিরক্তি সৃষ্টি করার অভিযোগে ৬ জন সিএনজি অটোরিক্সা চালককে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলী (৩৭), রুবেল মুন্সি (২৭), মো. আব্দুল কাদের (৩৫), মো. রফিক (২৬), কাজল হোসেন (২৫) এবং হাসান গাজী (২৬)।

এসব তথ্য জানিয়ে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এই ছয় জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার নন-এফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় মামলা দাখিল করা হয়েছে।

জয়/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়