ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মাশরাফিকে নড়াইল জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ২৩:০৬, ৩০ এপ্রিল ২০২৪
মাশরাফিকে নড়াইল জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল জেলা আইনজীবী সমিতি সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সমিতির কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে মাশরাফি বলেন, ব্যক্তিগত কাজের চেয়ে সার্বিক জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে হাসপাতাল তথা স্বাস্থ্যসেবা, নদী ভাঙন প্রতিরোধ ও রাস্তাঘাটের উন্নয়নের কাজ উল্লেখযোগ্য।

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, আইনজীবী সমিতির সম্পাদক পরিতোষ কুমার বাগচি, ইকবাল হোসেন সিকদার, অচিন চক্রবর্তী, আলমগীর সিদ্দিকী, আকিকুর রহমান প্রমুখ।

আরো পড়ুন:

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় জাতীয় সংসদের হুইপ হন।

শরিফুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়