ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১ মে ২০২৪   আপডেট: ১৫:৩০, ১ মে ২০২৪
পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

পঞ্চগড়ের বোদায় বিলুপ্ত প্রজাতির একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বোদা পৌরসভার কলাপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাখিটি উদ্ধার করেন সাকির ইসলাম নামে এক যুবক। তীব্র তাপপ্রবাহে পাখিটি অসুস্থ হয়ে বাঁশঝাড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, উদ্ধারের পর পাখিটিকে শরবত, পানি ও স্যালাইন খাওয়ানো হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা পাখিটি নিজ হেফাজতে নেয়।

পাখিটিকে উদ্ধার করা যুবক সাকির ইসলাম বলেন, আমি বাদাম খেতে কাজ করছিলাম। হঠাৎ খেতের পাশে বাঁশঝাড়ের ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পাই। পরে সেখানে গিয়ে পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে শরবত, পানি ও স্যালাইনসহ বিভিন্ন খাবার খাওয়াই। কিছু সময় পরে বন বিভাগের লোকজন এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল করিম বলেন, বিলুপ্ত প্রজাতির একটি মদনটাক পাখি উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে পাখিটি আবারও খোলা আকাশে অবমুক্ত করা হবে।

নাঈম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়