ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শেখ হাসিনাকে কটাক্ষ করে আ.লীগ নেতার স্ট্যাটাস, সমালোচনার ঝড়

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১ মে ২০২৪  
শেখ হাসিনাকে কটাক্ষ করে আ.লীগ নেতার স্ট্যাটাস, সমালোচনার ঝড়

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। এ ঘটনায় সমালোচনা হচ্ছে।

আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাকি বিল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগিনা। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) দিবাগত মধ্য রাতের পর আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। আজ বুধবার (১ মে) সকালে তার লেখা দেখার পর ভাইরাল হয়ে যায়। 

আরো পড়ুন:

এতে সমালোচনা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। এমন স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ওই আওয়ামী লীগ নেতার শাস্তি দাবি করেছেন। সমালোচনার মুখে পড়ে বেলা ৩টার দিকে পোস্টটি ডিলিট করে দেন। 

উপজেলার দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন, ‘সরদার আজাদ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না। এই নেতার শাস্তি হওয়া উচিত।’

স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে সরদার আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, ‘আজাদ ফেসবুকে যেটা লিখেছে, সেটা কোনোভাবেই লিখতে পারে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না।’

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ালীগ নেতার এমন স্ট্যাটাস ন্যক্কারজনক। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 

শাহীন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়