কক্সবাজারে বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরফাত (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দুই শ্রমিক লবণ তুলতে মাঠে যান। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে দুই শ্রমিকের মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকালে রাজাখালী ও মগনামা এলাকা থেকে দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, বৃহস্পতিবার ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। নিহতদের পরিবারকে প্রশাসনিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেকুর/কেআই