ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পাহাড় ধস

বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৩ মে ২০২৪  
বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল শুরু

পাহাড় ধসের মাটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর সারাদেশের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

আরও পড়ুন: বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ বাঘাইছড়ির উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের ওপর ধসে পড়ে। এর ফলে, সারাদেশের সঙ্গে এই উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। তবে, ওই ঘটনায় কেউ হতাহত হননি।

আরো পড়ুন:

পাহাড় ধসের পর থেকে সড়ক থেকে মাটি সরানোর জন্য সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কাজ শুরু করে। আজ সকালে সেনাবাহিনীর সঙ্গে সড়কের ওপর থেকে মানি সরিয়ে নেওয়ার কাজে যোগ দেয় সড়ক ও জনপদের অধিদপ্তর।

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়