ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩ মে ২০২৪   আপডেট: ২০:০৭, ৩ মে ২০২৪
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরে বেড়া দেওয়ার জন্য বাগানে গিয়ে বাঁশ কাটার সময় সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৩ মে) দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া সাদেকুর রহমান একই এলাকার মলাই উদ্দিন ভূইয়ার ছেলে। পরিবারের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার বড় ছেলে সৌদি আরব প্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়ালেখা করতেন। শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি শাহাদাৎকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকের চাপায় মারা যান শাহাদাৎ হোসেন। পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। 

আজ শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে যান সাদেকুর রহমান। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আখাউড়া উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, ছেলের মৃত্যুর ৪ দিন পর বাবার মৃত্যু মৃত্যু হয়েছে। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে সাদেকুর রহমানের মরদেহ দাফন করা হয়েছে। 

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়