ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৩ মে ২০২৪   আপডেট: ২০:২৬, ৩ মে ২০২৪
কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার

বরগুনায় কুরিয়ার সার্ভিস থেকে ৮ কেজি গাঁজার চালান নিয়ে যাওয়ার পথে আমতলী থানা পুলিশের হাতে আটক হয়েছে দেবর ও ভাবি।

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার সময় শহরের জননী কুরিয়ার সার্ভিসের নিকট থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী হলেন তানিয়া (২৪) ও জসিম (৩৭)। 

তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বৃহস্পতিবার রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজা জব্দ করাসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের উপর আমাদের নজরদারি সব সময় ছিল। তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে ধরতে সক্ষম হই। আসামি তানিয়ার স্বামী জাকির হবিগঞ্জ থেকে পাইকারি মূল্যে গাঁজা কিনে সুকৌশলে প্যাকেটের মাধ্যমে স্ত্রী তানিয়ার নামে কুরিয়ার করে পাঠায়। স্ত্রী তানিয়া ও দেবর জসিম রাতে কুরিয়ারের চালান নিয়ে বের হওয়ার পথেই আমরা অভিযান চালিয়ে ধরতে সক্ষম হই। 

এ ঘটনায় আমতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তানিয়া, দেবর জসিম ও তানিয়ার স্বামী জাকিরকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইমরান/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়