ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৪ মে ২০২৪  
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় সাগর বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) রাতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার এ তথ্য নিশ্চত করেছেন।

আরো পড়ুন:

নিহত সাগর বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা ইউনিয়নের নিজরা গ্রামের সঞ্জিব বিশ্বাসের ছেলে। সে জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স ১ম ব‌র্ষের ছাত্র ছিলেন।

ওসি আবুল হাসেম মজুমদার জানান, সাগর বিশ্বাস ঢাকা-খুলনা সহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

/বাদল/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়