ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: মৎস্যমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৪ মে ২০২৪  
কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘কাপ্তাই হ্রদের হারানোর গৌরব ফিরিয়ে আনা হবে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা কিছু প্রয়োজন তাই করা হবে।’ 

শনিবার (৪ মে) সকালে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ-এর খাদ্য শষ্য বিতরণকালে তিনি একথা বলেন। কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন ও বিপণন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নাব্য সঙ্কট, বাড়ছে দুর্ভোগ

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। কৃষি কাজের ক্ষতিকর কীটনাশক যাতে হ্রদে না পড়ে সেইদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। খুব শিগগিরই বিএফডিসি ঘাটে একটি আধুনিক ফিসিং ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে। 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. আব্দুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়