ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আগুন অনেকটা নিয়ন্ত্রণে, এখনো ধোঁয়া উড়ছে সুন্দরবনে

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৫ মে ২০২৪   আপডেট: ১৩:৩০, ৫ মে ২০২৪
আগুন অনেকটা নিয়ন্ত্রণে, এখনো ধোঁয়া উড়ছে সুন্দরবনে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভানো শুরু করেছে ফায়ার সার্ভিস। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। এখনো বনের কোথাও কোথাও ধোঁয়া উড়ছে।

রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২ টায় এ তথ্য জানিয়েছেন আগুন নেভাতে যাওয়া সিপিজি টিমের সদস্য মণিময় মন্ডল। 

তিনি বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও বন বিভাগ এর সাথে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। দুপুর ১২ টার দিকে আমরবুনিয়া এলাকার গহীন বনে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রায় এক হাজার মানুষের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো বনের ভিতরে ধোঁয়া উড়ছে। 

আরো পড়ুন:

মণিময় মন্ডল বলেন, এর আগে গতকাল শনিবার দুপুর তিনটায় আগুন লাগার খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কাছাকাছি কয়েকটি জায়গার আগুন আমরা নেভাতে পারলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং পানির উৎস ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় রাতে আগুন নেভানোর কাজ বন্ধ থাকে। 

আগুনের বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বনের ভেতর প্রচুর শুকনো পাতা ও কাঠ রয়েছে যার ফলে এখনো কোথাও কোথাও ধোয়া উড়তে দেখা যাচ্ছে তবে বড় ধরনের আগুনের উৎস নিয়ন্ত্রণে আনা গেছে। 

বনের ভিতর নেটওয়ার্ক না থাকায় আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিস এর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কতটুকু এলাকা জুড়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সকাল থেকে সকলে সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। দুপুর নাগাদ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানো হলে তদন্ত কমিটি কাজ শুরু করবে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানানো হবে।

শহিদুল/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়