ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফরিদপুরে বজ্রপাতে মাদ্রাসার ১৯ শিক্ষার্থী আহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৭ মে ২০২৪   আপডেট: ১০:১১, ৭ মে ২০২৪
ফরিদপুরে বজ্রপাতে মাদ্রাসার ১৯ শিক্ষার্থী আহত

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কয়েকজন শিক্ষার্থী

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে একটি কওমি মাদ্রাসার অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতদের ৯ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ওলিউল্লাহ, ফেরদাউস, মুস্তাকিম, আবু হুসাইন, সাজিন, মারুফ, রিয়াদ, বায়েজিদ ও মুজাহিদ। 

তারা সকলেই ওই মাদরাসার নাজেরা বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী। 

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন শিক্ষার্থীরা মাদরাসার বারান্দায় অবস্থান নিচ্ছিল। এসময় বজ্রপাতের আঘাতে মাদরাসার ১৯ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এহসানুল হক বলেন, একটি মাদ্রাসার শিশুদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।

তামিম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়