কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের উপরে হামলা চালানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তার উপর এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি মোটরসাইকেল প্রতীকে এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
সোমবার (৬ মে) রাত ৮টার দিকে কুষ্টিয়া রেলস্ট্রেশন এলাকায় এ হামলা আবু আহাদ আল মামুনের উপরে হামলা চালানো হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে আহত প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার সাথে কথা বলে কারা হামলা করেছে তা জানতে পেরেছি। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান অব্যহত রেখেছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।
আগামীকাল (৮ মে) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও আবু আহাদ আল মামুন চেয়ারম্যান পদে লড়ছেন।
কাঞ্চন/টিপু