ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সমুদ্রে নেমে ঢেউয়ের তোরে জ্ঞান হারান মিঠুন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৮ মে ২০২৪  
সমুদ্রে নেমে ঢেউয়ের তোরে জ্ঞান হারান মিঠুন

প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোরে জ্ঞান হারানো মিঠুন হালদার নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। মিঠুন পিরোজপুর জেলার নেছারাবাদের মনেন্দ্র হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে একাই কুয়াকাটা আসেন মিঠুন। মঙ্গলবার বিকেলে সমুদ্রে গোসলে নেমে ঢেউয়ের তোরে জ্ঞান হারান তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে তিনি জানান, গোসলে নেমে ঢেউয়ের তোড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার সঙ্গে মোবাইল কিংবা কেউ ছিল না।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম বলেন, এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী রেফার্ড করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, কয়েক যুবকের ডাকাডাকি শুনে আমরা গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়