ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

‘নাচোলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৮ মে ২০২৪  
‘নাচোলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ’

ছবি: রাইজিংবিডি

নাচোল উপজেলার ভাতসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এই কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রের বাইরে জটলা দেখা গেলেও ভেতরের চিত্র একদমই অপ্রত্যাশিত। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলায় ৫৭ টি কেন্দ্রে ভোট হচ্ছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। গোমস্তাপুর উপজেলায় ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। এবং ভোলাহাট উপজেলায় ৩৮ টি কেন্দ্রের ভোট দিবেন ৮৬ হাজার ২২৯ ভোটার।

আরো পড়ুন:

এদিকে রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।  বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

/শিয়াম/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়