ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভোটার ২২৬৫ জন, চার ঘণ্টায় পড়েছে ৯০ ভোট

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৮ মে ২০২৪   আপডেট: ১৪:১৪, ৮ মে ২০২৪
ভোটার ২২৬৫ জন, চার ঘণ্টায় পড়েছে ৯০ ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পঞ্চগড়ের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টা পার হলেও কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের উপস্থিতি দেখা যায়নি।

জানা যায়, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৬৫ জন। ৪ ঘণ্টায় এখানে ভোট পড়েছে ৯০টি। বেলা আরও বাড়লে ভোটার উপস্থিতিও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, যথারীতি সকাল ৮টায় এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৯০টি, যা মোট ভোটের ৪ শতাংশের কিছু বেশি।

নির্বাচন অফিসের তথ্যমতে, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়োরী উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। তিন উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৮৭৩ জন। এর মধ্যে, পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৩ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিন উপজেলার ২৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রতি ইউনিয়নে একজন করে মোট ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৭ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাবসহ পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

নাঈম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়