কক্সবাজারে ভোটকেন্দ্রে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ভুয়া আইডি কার্ড।
কক্সবাজারের মহেশখালীতে উপজেলা নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র থেকে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দুপুরে উপজেলার মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আনাছ (১৭) মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজী পাড়ার মো. নেছার উদ্দীনের ছেলে। সে ওই এলাকার মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন চলাকালীন এনএসআই পরিচয় দেওয়া এক লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জানা যায়, সে প্রকৃত এনএসআই কর্মকর্তা নয়। তাকে মহেশখালীর ৮ নম্বর মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আটক করা হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তারেকুর/ফয়সাল