ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মেহেরপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনের জেল জরিমানা

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ মে ২০২৪  
মেহেরপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনের জেল জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. হৃত্বিক নামের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড এবং বাবুল শেখ নামের আরেক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) বিকেল ৩টার সময় উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এই দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। দণ্ডপ্রাপ্তরা মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মুজিবনগর উপজেলায় মোট ভোটার ৮৫ হাজার ২৫৯ জন।

ফারুক/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়