দুই ভাইয়ের কাকে ভোট দিলেন ড. রাজ্জাক
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দুই ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই ভাইয়ের একজন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ঘোড়া প্রতীকে, আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দোয়াত কলম প্রতীকে লড়ছেন।
ড. আব্দুর রাজ্জাক চেয়ারম্যান প্রার্থী হারুনার রশিদ হীরার খালাত এবং খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন মামাত ভাই।
বুধবার (৮ মে) সকাল ৮টায় ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ দিন সারা দেশে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের নেতাদের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ ছিল। বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি।
সকালে উপজেলার মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ড. রাজ্জাক। ভোট দিয়ে ড. রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রে ভোটারের অংশগ্রহণ ভালো। কেন্দ্রে শান্ত পরিবেশ রয়েছে। ভোট দিতে কোনো বাধা নেই। নিজেও ভোট দিয়েছি।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক দুপুরে তার ভোট দিয়েছেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে তখন জানান তিনি।
ড. আব্দুর রাজ্জাকের দুই ভাই ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ মোটরসাইকেল প্রতীকে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি আনারস প্রতীকে, সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম হেলিকাপ্টর প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় আওয়ামী লীগের কয়েক জন নেতা দাবি করেছেন, ড. রাজ্জাক তার খালাত ভাই হীরাকে সমর্থন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের একাংশ তার পছন্দের প্রার্থী হীরার পক্ষে নির্বাচন করছেন।
ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ড. আব্দুর রাজ্জাক প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন করেননি বা নেতাকর্মীদের কাজ করতে বলেননি।
কাওছার/বকুল