ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জে সাবেক দুই চেয়ারম্যান নির্বাচিত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৮ মে ২০২৪  
হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জে সাবেক দুই চেয়ারম্যান নির্বাচিত

ইকবাল হোসেন খান ও মো. আলা উদ্দিন।

হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানদের পরাজিত করে প্রাক্তন দুই চেয়ারম্যান দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়। রাত ৯টায় ফল ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন:

বানিয়াচং উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ৮০৩ ভোট। আরেক প্রার্থী আমীর হোসেন মাস্টারের ঘোড়া প্রতীকে ১০ হাজার ১৩৩ ভোট পড়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান আনারস প্রতীকে ৫ হাজার ৬০৮ ভোট পান।

এ ছাড়া, মো. আলী আমজাদ তালুকদার কৈ মাছ প্রতীকে ১২ হাজার ৫০৩, ডা. লোকমান মিয়া দোয়াত কলমে ৬ হাজার ৮৫০, ডা. রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৯৫ ও আকবর হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১ ভোট।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়