উপজেলা নির্বাচন
গোমস্তাপুরে ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে সংঘর্ষ, আহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বুধবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনি ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী হুমায়ুন রেজার কর্মীদের সঙ্গে ‘আনারস’ প্রতীকের প্রার্থী মোহা. আশরাফ হোসেনের লোকজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গোমস্তাপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, ফলাফল ঘোষণা কেন্দ্রের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
মেহেদী/মাসুদ